ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এর যৌথ আয়োজনে
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ১৫ মার্চ (বুধবার) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, ময়মনসিংহ- এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত হয়।
<<ময়মনসিংহ টিভির অফিশিয়াল গুগল নিউজ চ্যানেলে ফলো করুন >>
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহ্ফুজুল আলম মাসুম এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম। সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইসিটি উদ্যোক্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে গ্রুপ প্রেজেন্টেশনের জন্য কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে গ্রুপ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম (উপসচিব) বলেন, আশা করি সবার সম্ভবনাময় Smart ময়মনসিংহ তথা Smart Bangladesh ২০৪১ সালের পূর্বেই আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। সরকারের মূল উদ্দেশ্য হলো Smart Bangladesh গড়ে তোলা। সরকারের উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সকলেই Smart Bangladesh গড়ার প্রত্যয়ে এখানে মূল্যবান উপস্থাপনা তুলে ধরেছেন। আমরা যারা স্টেকহোল্ডার রয়েছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা নানা রকমের উদ্যোগ বা ধারণা উত্থাপন করেছি।
আরও পড়ুন >> ত্রিশালে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান
সবগুলো উদ্যোগ হয়তো বা বাস্তবায়ন হবে না কিন্তু এগুলোর মধ্য থেকে আমরা যদি কিছু উদ্যোগ কেন্দ্রীয় পর্যায়ে পাঠাতে পারি আশাকরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে ভাববেন। তারা হয়তোবা এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও করবেন। ৬৪ জেলার উন্নয়নের মধ্যদিয়েই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা হবো স্মার্ট বাংলাদেশের অংশীদার।