সম্প্রতি নিউইয়র্কে এক নিলামে জয়নুল আবেদীন এর দুইটি পেইন্টিং বা চিত্রকর্ম রেকর্ড দামে প্রায় সাড়ে চার কোটি টাকায় বিক্রি হয়েছে।
সাঁওতাল দম্পতি – চিত্রকর্মটি ৩ লাখ ৮১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামে বাংলাদেশের কোনো শিল্পীর শিল্পকর্মের জন্য সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়ার রেকর্ড শুধুমাত্র এটিই। নিলামে বিক্রি হওয়া জয়নুল আবেদিনের অপর চিত্রকর্মটি বসে থাকা একজন নারীর একটি তেলচিত্র।
বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবি’স নিউ ইয়র্কে ‘মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট’ শীর্ষক এক নিলামের আয়োজন করা হয় গত সপ্তাহে। সেখানেই ১৮ তারিখ বিক্রি হয় জয়নুল আবেদীন এর সেই দুইটি পেইন্টিং।
সোদেবি’সের ওয়েবইটে থেকে জানা যায় যে, নিলামে বিক্রি হয় ‘সাঁওতাল দম্পতি’ চিত্রকর্মটি ৩ লাখ ৮১ হাজার ডলারে। যার বাংলাদেশী মুল্যে ধরা হলে এর মূল্য ৪ কোটি ১৭ লাখ সাড়ে ছয় হাজার টাকা হয়। এই ছবিটির নিলামের জন্য মূল্য ধরা হয়েছিল এক লাখ থেকে দেড় লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন >>জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত
জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ – ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন।
জয়নুল আবেদিনের আঁকা ‘সাঁওতাল দম্পতি’ পেইন্টিং লক্ষ্য করলে দেখা যায়, মাথায় মাথাল নামের বাঁশ বা বেতের তৈরি এক ধরণের গ্রামীণ টুপি পরে খালি পায়ে হেঁটে যাচ্ছেন একটি যুগল।
জয়নুল আবেদিন ১৯৬৩ সালে এই ছবিটি এঁকেছিলেন ১৯৬৩ সালে। পেইন্টিং-এর ওপরে তার নাম এবং স্বাক্ষর করা আছে। তেলরঙ দিয়ে ক্যানভাসে আঁকা এই পেইন্টিংটি প্রস্থে ১০২ এবং দৈর্ঘ্যে ১৩৫ দশমিক পাঁচ সেন্টিমিটার।