শ্যামগঞ্জ বাজারে শতাধিক দোকান পুড়ে ছাই : নিহত ২

ময়মনসিংহ ও নেত্রকোনা শ্যামগঞ্জ বাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির দিক বিবেচনা করলে অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও শ্যামগঞ্জ বাজারে সেই অগ্নিকাণ্ড দেখতে যাওয়ার সময় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে গৌরীপুরের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় সিএনজি ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুইজন নিহত হন এবং তিনজন আহত হন।

গতকাল ২২ মার্চ রাত সাড়ে ১০ টার সময় নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে বাজারের স্বর্ণপট্টি থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে তা বাজারের ভিতর ছড়িয়ে পড়তে থাকে। আবার অনেকে বলছেন বাজারের একটি রেস্তোরাঁ থেকে আগুন প্রথম ছড়িয়ে পড়ে। তবে তদন্ত ছাড়া ফায়ার সার্ভিস থেকে কোনো সঠিক তথ্য জানা যায় নি।

আরও পড়ুন >> স্মার্ট বাংলাদেশ গড়তে প্রস্তুতির আহবান মসিক মেয়র ইকরামুল হক টিটুর

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে এবং পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। মোট ১৫ টি ইউনিট আসার জন্য বলা হলেও ৩ টি ইউনিট কে দূরবর্তী বিবেচনা করে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

আগুন দেখতে সিএনজি তে করে আসা ৫ জনের মধ্যে নিহত দুইজনের নাম সিএনজি চালক হুমায়ুন ও রুবেল মিয়া। আহত তিনজনের নাম সাইদুল,  কালাচাঁন , শামছু।

<<ময়মনসিংহ টিভির গুগল নিউজ চ্যানেলে ফলো করুন >>

শ্যামগঞ্জ বাজারটি নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার চারটি উপজেলার মধ্যে রয়েছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ময়মনসিংহের গৌরীপুর অংশেই সবথেকে বেশি হয়েছে।

শেয়ার করুন :

One thought on “শ্যামগঞ্জ বাজারে শতাধিক দোকান পুড়ে ছাই : নিহত ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *