রফিক উদ্দিন ভূঁইয়া এর ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ

ময়মনসিংহ-১৩ ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত বরেণ্য রাজনীতিবিদ ও ভাষাসৈনিক ময়মনসিংহের কৃতি সন্তান রফিক উদ্দিন ভূঁইয়া এর ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ।

রফিক উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালের ২৩ মার্চ বার্ধ্যকজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার নামানুসারে ময়মনসিংহের স্টেডিয়ামের নাম রাখা হয়েছে “রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম”।

নতুন প্রজন্মের অনেকের কাছেই অপরিচিত এই নামটি। বিশেষ করে নতুন প্রজন্মের যারা ময়মনসিংহে রাজনীতির সাথে জড়িত তারাও।

শুধুমাত্র আওয়ামী রাজনীতির ধারক ও বাহকই নন, ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস নিয়ে লিখতে গেলে এই মহান ব্যাক্তির নাম ব্যাতিত কারও পক্ষে ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস লিখা সম্ভব নয়।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামে ১৯২৮ সালের ২৫ জানুয়ারি এই মহান ব্যাক্তি জন্ম গ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছর ভাষা আন্দোলনে উনি সাহসী ভূমিকা রাখেন এবং বৃহত্তর ময়মনসিংহে ভাষা আন্দোলনকে গতিশীল করার লক্ষে বিভিন্ন কার্যক্রম উনি হাতে নেন।

১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

৬৬’র ৬দফা আন্দোলনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে এবং ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর ময়মনসিংহে মুক্তিযুদ্ধের একজন অন্যতম সাংগঠক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চ গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তা তৎকালীন ওয়ারলেস অফিসার আতাউর রহমান উনার কাছে বার্তা মারফৎ প্রেরণ করলে উনিই প্রথম ময়মনসিংহ অঞ্চলে সেই স্বাধীনতার ঘোষণা পত্র প্রচার করার ব্যবস্থা গ্রহণ করেন ২৫ মার্চ রাতেই।

আরও পড়ুন >> শ্যামগঞ্জ বাজারে শতাধিক দোকান পুড়ে ছাই : নিহত ২

দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এলাকাবাসীর সহযোগিতায় মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ (বর্তমানে ডিগ্রি) কলেজ প্রতিষ্ঠাতা করেন।

১৯৭৩ সালে নান্দাইল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘকাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ওয়াকিং কমিটির অন্যতম সহ-সভাপতি এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রফিক উদ্দীন ভূঁইয়া।

সাদামাটা জীবন ও নীতিবান মানুষ হিসেবে পরিচিত জননেতা রফিক উদ্দিন ভূঁইয়া ১৯৯৬ সালের ২৩ মার্চ বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন। উনি উনার জীবনের শেষ সময় অতিবাহিত করেন ময়মনসিংহের মোহাম্মদ আলী রোডের নিজ বাসভবনে।

আজ উনার ২৭তম মৃত্যু বার্ষিকী, মহান এই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

শেয়ার করুন :

One thought on “রফিক উদ্দিন ভূঁইয়া এর ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *