Muslim Girls High School And College (মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ) ময়মনসিংহ শহরের কলেজ রোডে অবস্থিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯৫ সাল থেকে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা চালু রয়েছে।
ইতিহাস
Muslim Girls High School And College Mymensingh শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, নারী শিক্ষার এই অগ্রগামী প্রতিষ্ঠানটি ১৯১১ খ্রিষ্টাব্দে মরহুম আলীম উদ্দিন খান প্রদত্ত ১.৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এর পরিধি প্রায় ৫ বিঘায় উন্নিত হয়েছে। ১৯৯৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা চালু করা হয়। মরহুম ড. মালেকা আল রাজী, সুফিয়া খান ও মো: নুরুজ্জামান খান সহ অনেক ব্যক্তির সক্রিয় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অনবরত উন্নতি লাভ করে।
প্রতিষ্ঠানটিতে যা রয়েছে
- মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট দ্বারা ক্লাস গ্রহণ।
- বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ, পরীক্ষার রেজাল্ট, ছাত্রীদের অনুপস্থিতি মোবাইল এস.এম.এস এর মাধ্যমে প্রদান ।
- ব্রিটিশ কাউন্সিল এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলের সাথে কানেকটিং ক্লাসের ব্যবস্থা।
- বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল অনলাইন ভিত্তিক স্কুল অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে করা হয়।
- ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য স্কুলের অভ্যন্তরে রয়েছে সার্বক্ষণিক ওয়াইফাই ইন্টারনেট সেবা।
- পুরো প্রতিষ্ঠানটি সি.সি ক্যামেরার আওতাধীন ।
- প্রতিষ্ঠানে বিভিন্ন সহ-পাঠক্রমের সু-ব্যবস্থা রয়েছে। *নিরাপদ ছাত্রী হোস্টেল এর সু-ব্যবস্থা আছে।
আরও পড়ুন >> Mukul Niketon High School Mymensingh ভর্তি ও বিস্তারিত তথ্য
ভর্তি সংক্রান্ত তথ্য
Muslim Girls High School And College ভর্তির জন্য আপনাকে স্কুল কর্তৃক নির্ধারিত ফরম পুরন করে জমা দিতে হবে। ফরম এবং বিভিন্ন তথ্য স্কুল ক্যাম্পাসেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভর্তির সময় সরাসরি গিয়ে উক্ত ফরম সংগ্রহ করতে পারবেন। অথবা ভর্তি সম্পর্কিত সকল নোটিশ ও নিয়মাবলি মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ পেয়ে যাবেন। (সাইটটি সাময়িক অকার্যকর আছে)
যোগাযোগ
Muslim Girls High School And College
ঠিকানা : কে সি রায় রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
অধ্যক্ষ : 01705-365111
সহকারী প্রধান শিক্ষক : 01718-687099
অফিস : 01749-868383
ইমেইল : muslim.ghsc@gmail.com
<<ময়মনসিংহ টিভির গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন>>
নারী শিক্ষার অভূতপূর্ব সাফল্যের ধারায় এগিয়ে “মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ” ময়মনসিংহ।শহরের কলেজ রোড অর্থাৎ কে সি রায় রোডে শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত।