বিপিন পার্ক ময়মনসিংহ শহরের প্রায় দুইশত বছর পুরনো এক পার্ক।
এই পার্ক ময়মনসিংহ শহরের জুবলি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত।
এই পার্কটিকে ঐতিহাসিক বলা হয়ে থাকে কারন ১৯৪৭ সালের ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়।১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়।ভাষা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তানবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হত।
২০১৩ সালে কংগ্রেস জুবিলি রোডে ‘থিমপার্ক’ হিসেবে পার্কটি সংস্কার করে পুনর্নিমাণ করা হয়।

আধুনিকায়নের ফলে এখন পার্কে বিভিন্ন ধরনের গাছ, বসার স্থান ও শিশুদের জন্য বিনোদনের ব্যাবস্থা করা হয়েছে।
পার্কের মূল প্রবেশ পথে ঢুকতেই দেখা যায় ৩ টি কোরাল মাছ এবং ঝর্ণা, যা পার্কের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে তোলে।
ছোট প্রবেশপথ দিয়ে ঢুকলেই দেখা যায় শিশুদের বিনোদনের জন্যে দোলনা সহ না না রকম ব্যাবস্থা।
ভেতরে এবং পার্কের চারপাশে হাটার জন্যে করা হয়েছে ওয়াকওয়ে।
এছাড়াও পার্কের ভেতরে স্থাপন করা হয়েছে অনেক বেঞ্চ, যেখানে বসে অনেকেই নির্মল বাতাসে বিশ্রাম করতে পারে।
পার্কের ভেতরে রয়েছে পাবলিক টয়লেটের ব্যাবস্থা।
বিপিন পার্কের ম্যাপ দেখতে এখানে ক্লিক করুনঃ-
বিপিনের বুলেট চাঃ
বিপিন পার্কের প্রধান আকর্ষণ হলো বুলেট চা। যার জন্যে ময়মনসিংহ শহর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন এখানের স্পেশাল চা খেতে। শুধু বুলেট চা নয়, না না ধরনের চায়ের সমহার রয়েছে এখানে। পার্ক এবং নদীর ঠিক পাড় ঘেষেই রয়েছে দোকানগুলো, না না বয়সের মানুষ এসে আড্ডা দেয় এই চায়ের জন্যে জনপ্রিয় বিপিন পার্কে।
১৯২৪-২৮ ও ১৯৩৫-৩৭ খ্রিস্টাব্দ ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ডাঃ বিপিন বিহারী সেনের নামে প্রতিষ্ঠিত বিপিন পার্ক। ময়মনসিংহের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কালের আবর্তনের অসংখ্য স্মৃতি ধারণ করে এটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন পার্কের মর্যাদার দাবীদার। পৌরবাসীর দাবীর প্রতি শ্রদ্ধা রেখে তাদের আকাংখাকে উপলব্ধি করে পার্কটির নতুনরূপ (১৯/১০/২০১২) দেয়ার চেষ্টা করেছে ময়মনসিংহ পৌরসভার মেয়র, মোঃ ইকরামুল হক টিটু।
পার্কটি সংস্কারের আগের এবং পরের অবস্থাঃ-

বিপিন পার্কের পূজোঃ
২০১৩ সালের আগে এই বিপিন পার্কে অনুষ্ঠিত হতো দুর্গাপূজা। প্রতিবছর বিভিন্ন থিমে এই পার্কে অনুষ্ঠিত হতো দুর্গাপূজা।

ময়মনসিংহের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি অন্যতম সাক্ষী এই বিপিন পার্ক। বহু পুরোনো এই পার্কটিকে নতুন করে সংস্কার করার পর থেকে বহু দর্শনার্থীরা ভিড় করে এই পার্কটিতে। ছুটির দিনগুলো এবং বিশেষ দিনগুলোতে প্রচুর লোকের সমাগম হয় বিপিন পার্কে।
পরিবারের সকলকে নিয়ে কিছু সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্যে একটি আদর্শ স্থান এই বিপিন পার্ক।