ভাষা শহিদদের স্মরণে ময়মনসিংহ জেলা পুলিশ কতৃক শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ময়মনসিংহ শহরের টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ),জনাব মোঃ শামীম হোসেন, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। মহান ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার চেতনা। যে চেতনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ আগামীর দিকে।

আরও পড়ুন >> চলন্ত অবস্থায় তিনটি বগি রেখে চলে যায় জামালপুর এক্সপ্রেস

একুশের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।এজন্যই আজ আমরা অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছি।এই দিনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

যতটুকু অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করেছি,সবটুকুই স্বাধীনতার দান।স্বাধীনতা প্রকারান্তরে বায়ান্নর চেতনারই অবদান।

বাংলা ভাষার অস্তিত্ব হুমকির মুখোমুখি। বিশ্বায়নের যুগে বাংলা ভাষাকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে না পারলে একুশের চেতনা ও স্বাধীনতার অবমূল্যায়ন করা হবে।জাতীয় সকল বীর শহীদদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *