Mymensingh to Dhaka train schedule | ময়মনসিংহ ট্রেনের সময়সূচি

Mymensingh to Dhaka train schedule এর মাধ্যমে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ট্রেনের বিস্তারিত ও সময়সূচি জানুন। ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের সময়সূচি নিচে দেয়া হলো

Mymensingh to Dhaka প্রতিদিন মোট ১২ টি ট্রেন ২৪ বার যাতায়াত করে থাকে। ময়মনসিংহ টু ঢাকা ট্রেনগুলোর মধ্যে ইন্টারসিটি, কমিউটার এবং লোকাল ট্রেন রয়েছে। উক্ত ১২ টি ট্রেন জামালপুর, তারাকান্দি, নেত্রকোনা, জারিয়া, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিদিন ভিন্ন ভিন্ন সময়ে ট্রেনগুলো ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। Mymensingh to Dhaka ট্রেনগুলো হলো তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস,  দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার, বলাকা কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস ইত্যাদি।

Mymensingh to Dhaka train schedule এর মধ্যে আন্তঃনগর ট্রেনগুলি সাধারণত গফরগাঁও, শ্রীপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন ও কমলাপুর রেলওয়ে স্টেশনে থেমে থাকে। কমিউটার এবং লোকাল ট্রেনগুলি প্রায় সব স্টেশনে থেমে থাকে।

Mymensingh to Dhaka train schedule

ময়মনসিংহ থাকা যাওয়ার ট্রেনের সময়সূচি ইংরেজি ও বাংলা দুইভাবে দেয়া হলো :

Mymensingh To Dhaka Intercity train schedule :

Train Name Off Day Departure Arrival
MOHONGANJ EXPRESS (790) Monday 02:05 am 05:00 am
JAMUNA EXPRESS (746) No 04:30 am 07:45 am
BHRAMMAPUTRA EXPRESS (744) No 09:10 am 12:40 pm
HAWR EXPRESS (778) Thursday 10:38 am 01:50 pm
TISTA EXPRESS (708) Monday 05:10 pm 08:25 pm
AGHNIBINA EXPRESS (736) No 08:02 pm 11:00 pm
JAMALPUR EXPRESS (800) Sunday 08:38 pm 11:30 pm

Mymensingh to Dhaka commuter (mail train) schedule :

Train Name Departure Arrival
Vawal Express 05:55 am 12:05 pm
Jamalpur Commuter 07:33 am 11:15 am
Balaka Commuter 01:52 pm 05:40 pm
Dewanganj Commuter 03:33 pm 07:25 pm
Mahua Express 05:35 pm 09:10 pm
Isha Khan Express 02:00 am 11:55 am

Mymensingh to Dhaka Train Ticket | ময়মনসিংহ-ঢাকা ট্রেন টিকিট :

ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট অনলাইন ও অফলাইন দুই ভাবেই পেতে পারবেন। শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট অনলাইনে কিনতে পারবেন। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে নির্ধারিত চার্জের সাথে ২০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। অনলাইনে টিকিট কিনতে চাইলে ক্লিক করুন>>

মেইল ট্রেন এবং আন্তঃনগর ট্রেনের টিকিট সরাসরি স্টেশন কাউন্টার থেকে কিনতে পারবেন। মেইল ট্রেনের জন্য আলাদা টিকিট কাউন্টার (কমিউটার টিকিট কাউন্টার) ও আন্তঃনগর ট্রেনের জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। মেইল ট্রেনের টিকিট অগ্রীম পাওয়া যায় না তাই ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে উপস্থিত থেকে টিকিট কাটতে হয়। আন্তঃনগর ট্রেন টিকিট অগ্রীম কিনতে পারবেন।

শেয়ার করুন :

One thought on “Mymensingh to Dhaka train schedule | ময়মনসিংহ ট্রেনের সময়সূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *