ময়মনসিংহে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় সাকিট হাউজ জিমনেশিয়াম মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে ময়মনসিংহের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন

এ আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ শাখার সভাপতি এহতেশামুল আলম। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি মোঃ ফরহাদ আলমে সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরীফুল ইসলাম এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, মহিলা কাউন্সিলর সহ আরো কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।

উক্ত আয়োজনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ শাখার সভাপতি এহতেশামুল আলম।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত নারীর ক্ষমতায়ন, খেলাধুলার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ইত্যাদি সূচকে দেশকে এগিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ ভালো করছে।

আরও পড়ুন >> ময়মনসিংহে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

এ আয়োজনে ময়মনসিংহের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষার্থী দুইটি গ্রুপে মোট ৩০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন :

One thought on “ময়মনসিংহে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *