ময়মনসিংহে তিন বছর পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার খোকন মিয়া।
চেক জালিয়াতি মামলায় ০২ মাস বিনাশ্রম ও চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ড নিয়ে তিন বছর পালিয়ে থাকার পর অবশেষে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হন মোঃ খোকন মিয়া , গ্রাম বীর বওলা পরানগঞ্জ ।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানার ০১টি সাজা,০১ টি জিআর,০১ সিআর সহ মোট ০৩ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
সিআর মামলা নং- ৩/১৮ ও দায়রা মামলা নং ১৮৭৬/১৮ ধারা- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে বিজ্ঞ আদালতে রায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,৫০,০০০/= অর্থদন্ড হওয়ার পর আসামী মোঃ খোকন মিয়া দীর্ঘ তিন বছর ঢাকা, ময়মনসিংহে সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকাবস্থায়, দীর্ঘদিন যাবত।
আরও পড়ুন : ময়মনসিংহে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকান্দের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় এ এসআই রেজাউল সহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় উক্ত আসামী মোঃ খোকন মিয়া কে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রে পরানগঞ্জ ইউনিয়নের চর বওলা এলাকায় থেকে জনৈক খোকন মিয়া কে গ্রেফতার করেন থানা পুলিশ ।