শহরের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ মেয়র কাপ ১ম বিভাগ ক্রিকেট খেলা হট্টগোলের কারণে স্থগিত করা হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ময়মনসিংহ মেয়র কাপ ফাইনাল খেলা শুরু হয়। খেলায় থানাঘাট স্পোটিং ক্লাব ও নওমহল ক্রীড়াচক্র অংশ নেয় । ৪৫ ওভারের খেলায় নওমহল ক্রীড়াচক্র প্রথমে ব্যাট করতে মাঠে নেমে ৩৪ ওভারে ১১৯ রান করে ৫ উইকেটে ।
এ সময় নওমহল ক্রীড়াচক্রের খেলোয়াড়ের রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে হট্রোগোল শুরু হয় । আম্পায়ারের সিন্ধান্তকে চ্যালেঞ্জ করে খেলোয়াড় গন মাঠ থেকে উঠে যায় ।
নওমহল ক্রীড়াচক্রের ম্যানেজার হারুন অর রশিদের বরাদ দিয়ে ক্রীড়া সংগঠক কাউন্সিলর ফরহাদ আলম ফরহাদ বলেন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি জোড় প্রতিবাদ জানিয়ে তারা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে আম্পায়ার জয়ন্ত জানান মাঠের খেলার বিষয়ে আমাদের সিদ্ধান্তসহ আমরা সমস্ত কিছু জেলা ক্রীড়া সংস্হার কাছে পেশ করবো এবং আমাদের মতামত জানাবো । সিন্ধান্ত দিবে জেলা ক্রীড়া সংস্হা ।
এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম সাংবাদিকদের জানান খেলার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই ফাইনাল, তবে আমরা বোর্ড মিটিং করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানাবো ।
আরও পড়ুন : বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ কর্মকর্তা বদলী জনিত বিদায় সংবর্ধনা