সানকিপাড়ায় রাজু হত্যার ২ আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় ঘটে যাওয়া রাজু হত্যার ২ আসামী গ্রেফতার হয়েছে। তার সাথে রক্ত মাখা রাম দা এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ।

রাজু হত্যার ২ আসামী
উদ্ধার করা রক্ত মাখা রাম দা এবং চাইনিজ কুড়াল

আজ ঘটনা বিবরণীতে বিস্তারিত জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫.৪০ মিনিটে মৃত রাজু মোটর সাইকেল যোগে ময়মনসিংহ শহরের সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্ণানের সামনে যাওয়ার পর আসামীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে রাজুকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে নিহত রাজুর পিতা মোঃ আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানা অভিযোগ দায়র করে।

মামলা রুজু হওয়ার পরপরই ডিবিকে ছায়া তদন্তের নির্দেশ দিলে অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নেত্রকোণা জেলার আটপাড়া থানার মঙ্গলসিধ এলাকা থেকে আসামী মোঃ ইব্রাহিম (২০), এবং ময়মনসিংহের সানকিপাড়া এলাকা থেকে আসামী আল আমিন (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। রাজু হত্যার ২ আসামী আজ ২৩ ফেব্রুয়ারিতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে দুইজন আসামীই হত্যাকান্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

কি হয়েছিল সেদিন? ঘটনাটি জানতে ক্লিক করুন>> ময়মনসিংহের সানকিপাড়ায় প্রতিপক্ষের হামলায় রাজু নামে একজন নিহত

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *