ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ১১

ময়মনসিংহ নগরীতে বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ দগ্ধ ১১ জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো- মীম (৫), রাহিম (৭), সোলেমান (৫), ইয়াসিন (৫), মানিক (৯)। এবং তরিকুল (৩০), সোহেল (৪৫),ইসমাইল(৩৩) কহিনুর (৪০), সালমা (৩৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এর ঘটনায় হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত তরিকুল ইসলামের স্বজন এনামুল বলেন, আমি ঘটনাস্থলের কাছেই চায়ের দোকানে বসে ছিলাম, হতাশ বিকট শব্দ শুনে গিয়ে দেখি শিশুসহ অনেকে আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

আহত শিশু মীম এর বাবা জানায়, আমার মেয়ে ঘটনাস্থল বাড়ী উঠানে খেলা করছিল, সিলিন্ডার বিস্ফোরণে তার মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গুরুত্বর আহত হয়েছে।

এলাকাবাসী সু্ব্রত পাল জানায়, বিকট শব্দে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাড়ীর দুইটি ঘর প্রায় বিধস্ত হয়েছে। আইসিসি পিটালের উপর রাখা একটি পানির ট্যাংক সম্পূর্ণ বিধস্ত হয়ে গেছে। আশপাশের বাড়ীঘর ও গাছপালার ক্ষতি হয়েছে। শিশুসহ অনেকে গুরুত্বর আহত হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় বেলুন বিক্রেতা রুবেল মিয়া বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশুসহ ১১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দু’টি টিনের চালা উড়ে গেছে।

আরও পড়ুন >> ময়মনসিংহ স্টিল রাইস সাইলো এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *