ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর হাতে ট্রেনযাত্রী খুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর কবলে পড়ে গোপাল পাল নামের একজন ট্রেনযাত্রী খুন হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সন্ধ্যার পরেই ময়মনসিংহ স্টেশনে গোপাল পাল নামে এই ট্রেনযাত্রী খুন হওয়ার ঘটনাটি ঘটেছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত গোপাল পালের বাড়ি মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকায়। পুলিশ জানায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যার পরে ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌছায়। ময়মনসিংহ স্টেশনে ট্রেনটির বিরতির সময় নিহত গোপাল পাল মলমূত্র ত্যাগ করতে ৩ নাম্বার প্লার্টফর্ম থেকে কিছুটা সামনে পরিত্যক্ত স্থানে যায়। সে সময় গোপাল পাল ছিনতাইকারীর কবলে পরে এবং এক সময় ছিনতাইকারীর ছুড়িঘাতে গোপাল পাল মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ছিনতাইকারী পালিয়ে যায়। তখন গোপাল পালের চিৎকারে আসেপাশের লোকজন এসে জড় হয় এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন >> স্মৃতি অম্লান : ময়মনসিংহের প্রথম শহীদ মিনার

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে জানা যায় নিহত গোপাল পালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীকে চিহ্নিত করে তাকে ধরার অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *