একনজরে ময়মনসিংহ জেলা এবং এর ইতিহাস

বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানীখ্যাত, মহুয়া-মলুয়া-কাজলরেখা-বীর ঈসা খাঁ স্মৃতি বিজরিত অভিভক্ত ভারতবর্ষের সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ জেলা আজ ২৩৬ বছর অতিক্রম করেছে।

জেনে নেয়া যাক ময়মনসিংহ সম্পর্কে কিছু তথ্য এবং কিছু ইতিহাস। বিস্তারিত জানতে ময়মনসিংহ সম্পর্কে বেশ কিছু বই রয়েছে সেখান থেকে জানতে পারবেন সকল ইতিহাস।

১৮৭২ সালের আদমশুমারী অনুযায়ী তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা :

জেলার নাম- ময়মনসিংহ জেলা।

জেলা প্রতিষ্ঠিত- ১৭৮৭ সালের ১ লা মে।

জেলার আয়তন- ১৬,১৬৯.৫১৯ বর্গ কি.মি।

জেলার জনসংখ্যা- ২৩,৫৪,৭৯৪ জন।

 

২০২২ সালের ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বর্তমান ময়মনসিংহ জেলা :

জেলার নাম- ময়মনসিংহ জেলা।

জেলা প্রতিষ্ঠিত- ১৭৮৭ সালের ১ লা মে।

জেলার আয়তন- ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি।

জেলার জনসংখ্যা- ৫৮,৯৯,০৫২ জন।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য ময়মনসিংহ জেলা গঠন করা হয়। ১৭৮৭ সালের মে ১ তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়।

শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তী সময়ে সেহড়া মৌজায় ১৭৯১ সালে তা স্থানান্তরিত হয়। আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে। ১৮৪৫ সালে জামালপুর, ১৮৬০ সালে কিশোরগঞ্জ, ১৮৬৯ সালে টাঙ্গাইল ও ১৮৮২ সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয়। পরে সবকটি মহকুমা জেলায় উন্নীত হয়।

বাংলা সাহিত্যে সংগৃহীত ৫২ টি পালাগানের ৩৯ টি পালাই ময়মনসিংহ অঞ্চলে। আর পুরো দেশ হতে সংগৃহীত মাত্র ১৩ টি। আর এইসকল পালাগান মৈমনসিংহ গীতিকা নামে পরিচিত যা বিশ্বের ২২ টি ভাষায় অনূদিত।

আরও পড়ুন >> শুভ জন্মদিন ময়মনসিংহ

তৎকালীন সময়ে ৩৯ টি পরগণার সমন্বয়ে ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয়েছিল :

১/ ময়মনসিংহ পরগনা

২/আলাপসিংহ/আলাপশাহী পরগনা

৩/জাফরশাহী পরগনা

৪/ বনভাওয়াল পরগনা

৫/ পুথুরিয়া পরগনা

৬/ কাগমারী পরগনা

৭/আন্টীয়া পরগনা

৮/ বড় বাজু পরগনা

৯/ সেরপুর পরগনা

১০/ হাজবাদি পরগনা

১১/ খালিয়াজুরী পরগনা

১২/ জয়নশাহী পরগনা

১৩/ কুড়ি খাই পরগনা

১৪/ নছরৎশাহী পরগনা

১৫/লতিফপুর পরগনা

১৬/ মকিমাবাদ পরগনা

১৭/ আটগাও পরগনা

১৮/ বলরামপুর পরগনা

১৯/ বরিকান্দি পরগনা

২০/ বাউ খন্দ পরগনা

২১/ চন্দ্রপ্রতাপ পরগনা

২২/ ঈদগা পরগনা

২৩/ ইছকাবাদ পরগনা

২৪/ বায় দোম পরগনা

২৫/ সিংধা দরজিবাজ পরগনা

২৬/কাসেমপুর পরগনা

২৭/ নিক্লী পরগনা

২৮/ সাসরদি পরগনা

২৯/ হাউলী পরগনা

৩০/ জকুজিয়াল পরগনা

৩১/ ইছাপুর পরগনা

৩২/ বরদাখতি পরগনা

৩৩/ পাতিলা দহ পরগনা

৩৪/ তুলন্দর পরগনা

৩৫/ ইছপসাহী পরগনা

৩৬/ হোসেন শাহী পরগনা

৩৭/ হোসেনপুর পরগনা

৩৮/ সুসঙ্গ পরগনা

৩৯/ নাসিরুর্জিয়াল পরগনা

শেয়ার করুন :

One thought on “একনজরে ময়মনসিংহ জেলা এবং এর ইতিহাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *