ইশ্বরগঞ্জে সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার : অটোরিকশাসহ পিস্তল ও গুলি উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ পিস্তল ও গুলি উদ্ধার করে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

১৩ মার্চ (বুধবার) সকালে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সংবাদ সম্মেলনের মাধ্যমে সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে এবং ঘটনাবিবরণী প্রদান করে।

তিনি জানায় গত ১২ মার্চ মঙ্গলবার রাত অনুমান ৯টায় অঞ্জাতনামা তিন ব্যক্তি নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার গন্ডা ইউনিয়নের আব্দুল কাইয়ুম এর ছেলে তোফায়েল আহমেদ (১৯) তার অটোরিকশা চালানো অবস্থায় কেন্দুয়া থানাধীন স্থানীয় মরিচপুর হতে অটোভাড়া করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি এলাকায় আসে।অটো নিয়ে আঠারবাড়ি মেইনরোড হতে গাবরকালিয়ানে যাওয়ার সরুলিংক রোডে প্রবেশ করে। কিছু দুর যাওয়ার পর এক পর্যায়ে তিনজন যাত্রী তোফায়েলের অটোরিকশা টি ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় অটোচালক তোফায়েল বাধা দিলে যাত্রীদের মধ্যে একজন তোফায়েলকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক অটোটি ছিনতাইকরে পালিয়ে যায়।চালক দ্রুত দৌড়ে পার্শ্ববতী এক ইটভাটার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের শ্রমিক ও সাধারণ জনগন এগিয়ে আসে।

একই সাথে পার্শ্ববতী এলাকায় টহলরত ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি মোবাইল টিম ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান মাজেদ এর নেতৃত্বে দ্রুত পিছু নিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ পুরো এলাকা ঘেরাও করে জনৈক ওমর ফারুকের বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিকশা সহ অস্ত্রধারী সন্ত্রাসী ছিনতাইকারী মোঃ ওয়াসিম আকরাম খান ( ৪০) পিতা মৃত মোহাম্মদ আলী খান সাং – চরখিদীরপুর থানা কেন্দুয়া জেলা নেত্রকোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এএস আই আরাফাত হোসেন ছিনতাই কারী ওয়াসিম আকরাম খান এর দেহ তল্লাশি করে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানায় ধৃত আসামী ওয়াসিম আকরাম খান এর বিরুদ্ধে খুন অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। যা ধৃত আসামি নিজেই স্বীকার করেছে ।পুলিশ সুপার আরও জানায় ওয়াসিমের সাথে থাকা পালিয়ে যাওয়া দুই জনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশ নিরলস কাজ করছে।

আরও পড়ুন >> ময়মনসিংহের সকল ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিতদের তালিকা

সে সাথে তিনি আরও জানায় আসামির বাবাকেও স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুপিয়ে হত্যা করে।পরে ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *