ময়মনসিংহের সকল ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিতদের তালিকা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সকল সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে প্রকাশিত হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ১৪৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এবং ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৬৯ জন নারী লড়াই করেছেন ৬৯ জন নারী। এর আগে ১১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীতা বাতিল হবার কারনে ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়। যার জন্যে আজ কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিতদের তালিকা দেয়া হলো :

  • ১নং আসাদুজ্জামান বাবু (টিফিন ক্যারিয়ার)
  • ২নং গোলাম রফিক দুদু ( মিষ্টি কুমড়া)
  • ৩নং শরীফুল ইসলাম (লাটিম)
  • ৪নং মাহবুবুর রহমান দুলাল (রেডিও)
  • ৫ নং নিয়াজ মোর্শেদ (টিফিন ক্যারিয়ার)
  • ৬ নং সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (টিফিন ক্যারিয়ার)
  • ৭ নং আসিফ হোসেন ডন (ঘুড়ি)
  • ৮ নং মো: ফারুক হাসান ( ঠেলাগাড়ি)
  • ৯ নং আল মাসুদ (ঠেলা গাড়ী)
  • ১০নং তাজুল আলম ( টিফিন ক্যারিয়ার)
  • ১১নং আলহাজ্ব ফরহাদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
  • ১২ নং আনিসুর রহমান আনিস (ঘুড়ি)
  • ১৩ নং স্বপন সরকার (লাটিম)
  • ১৪ নং ফজলুল উজ্জ্বল (লাটিম)
  • ১৫ নং মাহবুব আলম হেলাল (টিফিন ক্যারিয়ার)
  • ১৬ নং আব্দুল মান্নান (ঘুড়ি)
  • ১৭ নং কামাল খান (টিফিন ক্যারিয়ার)
  • ১৮ নং হাবিবুর রহমান হবি
  • ১৯ নং আব্বাস আলী মণ্ডল
  • ২০ নং সিরাজুল ইসলাম (লাঠিম)
  • ২১ নং ইশতিয়াক হোসেন ইফতু (ট্রাক্টর)
  • ২২নং মোস্তফা কামাল (ট্রাক্টর)
  • ২৩ নং সাব্বির ইউনুস বাবু (করাত)
  • ২৪ নং মোঃ আসলাম হোসেন ( ঘুড়ি)
  • ২৫ নং উমর ফারুক সাবাস (মিষ্টিকুমড়া)
  • ২৬ নং শফিকুল ইসলাম শফিক (ঠেলাগাড়ি)
  • ২৭ নং শামসুল হক লিটন (ঠেলাগাড়ি)
  • ২৮ কাইসার জাহাঙ্গীর আকন্দ (ট্রাকটার)
  • ২৯নং রাশেদুজ্জামান রোমান বিজয়ী (ঠেলাগাড়ি)
  • ৩০ নং আবুল বাশার (ঠেলাগাড়ি)
  • ৩১ নং সেলিম উদ্দিন সেলিম (ট্রাক্টর)
  • ৩২ নং আবু বক্কর সিদ্দিক সাগর ( ঝুড়ি)
  • ৩৩ নং শাহজাহান মুনির (ট্রাক্টর)

আরো পড়ুন >> আবার সিটি কর্পোরেশন মেয়র হলেন ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের তালিকা :

  • ১,২,৩ সংরক্ষিত মহিলা – আকিকুন নাহার ( চশমা)
  • ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা – খোদেজা আক্তার
  • ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা – হামিদা পারভীন (বই)
  • ১০,১১,১২ নং সংরক্ষিত মহিলা – রোকশানা শিরীন (হেলিকপ্টার)
  • ১৩,১৪,১৫ নং সংরক্ষিত মহিলা – রোকেয়া হোসেন
  • ১৬,১৭,১৮ নং সংরক্ষিত মহিলা – খাদেলা বেগম
  • ১৯,২০,২১ নং সংরক্ষিত মহিলা – হালিমা খাতুন হেপী
  • ২২,২৩,২৪ নং সংরক্ষিত মহিলা – মোছা: হাজেরা খাতুন (হেলিকপ্টার)
  • ২৫,২৬,২৭ নং সংরক্ষিত মহিলা – রিনা আক্তার
  • ২৮,২৯,৩০নং সংরক্ষিত মহিলা – মোছা. হামিদা
  • ৩১,৩২,৩৩ নং সংরক্ষিত মহিলা – ফারজানা ববি কাকলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ভোটার রয়েছে। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *