প্রাণঘাতী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ময়মনসিংহে প্রচারনা অভিযান

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সোমবার সকালে প্রাণঘাতী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ প্রচার অভিযান উদ্ধোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ পতিপাদ্য বিষয় সচেতনতাই জয়, ডেঙ্গু থেকে মৃত্যু আর নয়।
মেয়র বলেন ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রচুর তরল খাবার, শাকসবজি খেতে হবে এবং পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে। রোগী বেশী গুরুতর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এস কে হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
তিনি আরো বলেন আপনার বাড়ীর আশেপাশে ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ড্রাম, ডাব, নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনারের পানি জমতে দিবেন না।
যে সব স্হানে মশা জন্মাতে পারে সেসব স্হানে পানি জমতে দিবেন না। দিনের বেলাতে মশারি ব্যবহার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারচ্ছন্ন জায়গাতে মশার স্প্রে নিয়মিত ব্যবহার করুন।

আরও পড়ুন >> মসিকের প্রায় সাড়ে ৩ কি.মি. সড়কের উদ্বোধন করেছেন মেয়র

এসময় উপস্হিত ছিলেন প্রধান নিবার্হী মো: ইউসুফ আলী, জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসন রাজীব ডা: এইচ কে দেবনাথ, নিবার্হী প্রোকৌশলী বিদুৎ শাখা জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিস্টেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা উপস্হিত ছিলেন।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

One thought on “প্রাণঘাতী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ময়মনসিংহে প্রচারনা অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *