ময়মনসিংহ টু জামালপুর ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা

ময়মনসিংহ টু জামালপুর প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর, কমিউটার এবং লোকাল ট্রেন চলাচল করে থাকে। নিচে ময়মনসিংহ থেকে জামালপুর আপ ডাউন ট্রেনের বিস্তারিত সময়, ভাড়ার তালিকা দেয়া হলো।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

ময়মনসিংহ টু জামালপুর রুটে যেই আন্তঃনগর ,কমিউটার এবং লোকাল ট্রেন গুলো চলাচল করে সেগুলো হলো জামালপুর এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ,যমুনা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস ,ধলেশ্বরী এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ লোকাল, বি.বি.ই লোকাল ইত্যাদী। সম্প্রতি ময়মনসিংহ-চট্রগ্রাম রূটে চলাচল করা বিজয় এক্সপ্রেস বর্তমানে জামালপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে ,যার ফলে এখন আন্তঃনগর বিজয় এর মাধ্যমেও এই রুটে চলাচল করা যায়।

ময়মনসিংহ টু জামালপুর আন্তঃনগর ট্রেন সমূহ

ময়মনসিংহ জামালপুর রুটে মোট ছয়টি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে যাদের প্রধান গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। 

তিস্তা এক্সপ্রেস

তিস্তা এক্সপ্রেস (ট্রেন নং ৭০৭/৭০৮) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। এক নজরে দেখে নিন তিস্তা ট্রেনের আপ- ডাউন ট্রেনের সময়সূচি । 

> ৭০৭ আপ তিস্তা এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে সকাল ০৭.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য দেওয়ানগঞ্জ স্টেশন। সাপ্তাহিক বন্ধ সোমবার।

স্টেশন সময়
ময়মনসিংহ সকাল ১০:০০
পিয়ারপুর সকাল ১০:৩৫
জামালপুর সকাল ১১:১০
মেলান্দহ সকাল ১১:৩০
ইসলামপুর সকাল ১১:৪৮
দেওয়ানগঞ্জ দুপুর ১২:৩০

> ৭০৮ ডাউন তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ স্টেশন থেকে বিকাল ০৩.০০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য কমলাপুর স্টেশন।

স্টেশন সময়
দেওয়ানগঞ্জ বিকাল ০৩:০০
ইসলামপুর বিকাল ০৩:১৩
মেলান্দহ বিকাল ০৩:৩১
জামালপুর বিকাল ০৩:৫১
পিয়ারপুর বিকাল ০৪:২৬
ময়মনসিংহ বিকাল ০৫:০৩

জামালপুর এক্সপ্রেস :

জামালপুর এক্সপ্রেস জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবীর মুখে ২৬ জানুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করেন।

জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি কোচ নিয়ে চলাচল করে। যার মধ্যে এসি বগি ২ টি, শোভন চেয়ার ৮ টি, খাবার গাড়ি ২ টি, পাওয়ার কার ১ টি। ১৩ বগিতে যাত্রী ধারণ করতে পারে ৬২০ জন।

> ৭৯৯ আপ জামালপুর এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছাড়ে সকাল ১০.০০ মিনিটে এবং গন্তব্য ভুয়াপুর। সাপ্তাহিক বন্ধ রবিবার।

স্টেশন সময়
ময়মনসিংহ  দুপুর ১২.২৮
বিদ্যাগঞ্জ  দুপুর ১২.৫৩
নান্দিনা  দুপুর ১.২৫
জামালপুর  দুপুর ১.৪০

> ৮০০ ডাউন জামালপুর এক্সপ্রেস ভুয়াপুর স্টেশন থেকে বিকাল ০৪.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য কমলাপুর স্টেশন।

স্টেশন সময়
জামালপুর  সন্ধ্যা ৬.৪০
নান্দিনা  সন্ধ্যা ৬.৫৮ 
বিদ্যাগঞ্জ  রাত ৭.৩০
ময়মনসিংহ  রাত ৭.৫২

অগ্নিবীণা এক্সপ্রেস :

অগ্নিবীণা এক্সপ্রেস (ট্রেন নং ৭৩৫/৭৩৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারী একটি সেমি ননস্টপ আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি ট্রেন। যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ “অগ্নিবীণা” র নামে নামকরণ করা হয়েছে।

স্টেশন সময় 
ময়মনসিংহ  দুপুর ২.০৫
নরুন্দী  দুপুর ২.৫১
জামালপুর  দুপুর ৩.১৬

> ৭৩৬ ডাউন অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি স্টেশন থেকে সন্ধ্যা ০৬.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য কমলাপুর স্টেশন।

স্টেশন সময়
জামালপুর  রাত ৭.৪০
নরুন্দী  রাত ৮.০৩
ময়মনসিংহ  রাত ৮.৪৪

বিজয় এক্সপ্রেস :

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বর্ধিত করার পূর্বে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো । ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। 

> আপ বিজয় এক্সপ্রেস চট্রগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং গন্তব্য জামালপুর স্টেশন। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার

স্টেশন সময়
ময়মনসিংহ  বিকাল ০৪:২৫
পিয়ারপুর বিকাল ০৫:১০
জামালপুর  সন্ধ্যা ০৬:১০

> ডাউন বিজয় এক্সপ্রেস জামালপুর স্টেশন থেকে সন্ধ্যা ০৮.১০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য চট্রগ্রাম স্টেশন।

স্টেশন  সময়
জামালপুর  রাত ০৮:১০
পিয়ারপুর রাত ০৮:৪৩
ময়মনসিংহ  রাত ০৯:২০

যমুনা এক্সপ্রেস :

যমুনা এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৪৫/৭৪৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি ১৯৮৮ সালের ৩০ জানুয়ারি থেকে চলাচল করছে। এক নজরে দেখে নিন যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ।

> ৭৪৫ আপ যমুনা এক্সপ্রেস কমলাপুর ছাড়ে বিকাল ৪.৪৫ মিনিটে গন্তব্য তারাকান্দি। সাপ্তাহিক বন্ধ নেই।

স্টেশন সময়
ময়মনসিংহ  সন্ধা ৭.৩০
নরুন্দী  রাত ৮.৫৬
জামালপুর  রাত ৯.২২

> ৭৪৬ ডাউন যমুনা এক্সপ্রেস তারাকান্দি স্টেশন থেকে রাত ০২.০০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য কমলাপুর স্টেশন।

স্টেশন সময়
জামালপুর  রাত ৩.০৬
নরুন্দী  রাত ৩.৩৩
পিয়ারপুর  রাত ৩.৪৬
বিদ্যাগঞ্জ  ভোর ৪.০১
ময়মনসিংহ  ভোর ৪.২৫

ব্রহ্মপুত্র এক্সপ্রেস :

এটি ১৯৮৭ সালের ১৭ই জুলাই ট্রেনটি উদ্বোধন করা হয় । চালু হওয়ার প্রথম দিকে ট্রেনটি ঢাকা – বাহাদুরবাদ ঘাট এসে যাত্রী নামিয়ে দিয়ে ফেরি পয়ার হয়ে তিস্তা মুখ ঘাটে ফেরি থেকে নেমে দিনাজপুর রুটে চলাচল করত। তখন ট্রেনটি দুইটি রেকে চলাচল করত। একটি রেক ঢাকা – বাহাদুরবাদ ঘাট আরেকটি রেক তিস্তামুখ ঘাট থেকে দিনাজপুর পর্যন্ত। পরে ২০০৪ সালে যমুনা সেতুতে রেলপথ চালু হলে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস যমুনা সেতু দিয়ে চলাচল করা শুরু করে। পরে ২০০৭ সালে নীলসাগর এক্সপ্রেস চালু হলে ট্রেনটি ঢাকা – ময়মনসিংহ – দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করে।

> ৭৪৩ আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস কমলাপুর ছাড়ে সন্ধ্যা ০৬.১৫ মিনিটে এবং  গন্তব্য দেওয়ানগঞ্জ। সাপ্তাহিক বন্ধ নেই। 

স্টেশন সময়
ময়মনসিংহ রাত ৯.১০
পিয়ারপুর  রাত ৯.৫৩
নান্দিনা  রাত ১০.১৫
জামালপুর  রাত ১০.৩০

> ৭৪৪ ডাউন ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ভোড় ০৬:৪০ মিনিটে যাত্রা শুরু করে এবং গন্তব্য কমলাপুর স্টেশন।

স্টেশন সময়
জামালপুর  সকাল ৭.৩৫
নান্দিনা  সকাল ৭.৫৩
পিয়ারপুর  সকাল ৮.১৬
ময়মনসিংহ  সকাল ৮.৫০

ময়মনসিংহ টু জামালপুর আন্তঃনগর ট্রেনের ভাড়ার তালিকা

Mymensingh to Jamalpur Train Ticket অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাটতে পারেন। সরাসরি স্টেশনে গিয়ে অথবা বাংলাদেশ রেলওয়ের ইটিকিট ওয়েবসাইট থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারবেন। অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে প্রতি টিকিটে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।

আসনের ধরণ মূল্য
AC_B ২১৯ টাকা
AC_S ১৫০ টাকা
Snigdha ১২৭ টাকা
F_Berth ১৩০ টাকা
F_Seat ৯০ টাকা
S_Chair ৬৫ টাকা
Shovon ৫৫ টাকা

ময়মনসিংহ টু জামালপুর কমিউটার ট্রেনের সময়সূচি

জামালপুর কমিউটার

২০০৮ সালের ১ জুন জামালপুর কমিউটার ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে। এই ট্রেনটির নাম্বার হলো ৫১/৫২ নামে পরিচিত। এটির সাপ্তাহিক কোনো ছুটি নেই। ঢাকা কমলাপুরে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন পর্যন্ত পৌঁছায়।

স্টেশন সময়
ময়মনসিংহ  সন্ধ্যা ০৭:০৭
বিদ্যাগঞ্জ সন্ধ্যা ০৭:৪০
পিয়ারপুর সন্ধ্যা ০৭:৫৮
নরুন্দী রাত ০৮:১২
নান্দিনা রাত ০৮:২৮
জামালপুর রাত ০৮:৪৫

জামালপুর থেকে ময়ময়সিংহে আসার সময়সূচি

স্টেশন সময়
জামালপুর সকাল ০৬:০৮
নান্দিনা সকাল ০৬:২৩
নরুন্দী সকাল ০৬:৩৭
পিয়ারপুর সকাল ০৬:৫০
বিদ্যাগঞ্জ সকাল ০৭:০৫
ময়মনসিংহ  সকাল ০৭:৩০

দেওয়ানগঞ্জ কমিউটার

দেওয়ানগঞ্জ কমিউটার (ট্রেন নাম্বার-৪৭/৪৮) বাংলাদেশ রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন। দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।

দেওয়ানগঞ্জ কমিউটার ঢাকা ছাড়ে সকাল ৫টা ৪০ মিনিটে, দেওয়ানগঞ্জ বাজার পৌঁছে সকাল ১১টা ৪৫ মিনিটে। দেওয়ানগঞ্জ ছাড়ে দুপুর ১টায়, ঢাকা পৌঁছে ৭টা ১০ মিনিটে।

ময়মনসিংহ  থেকে জামালপুর যাবার সময়সূচি –

স্টেশন সময়
ময়মনসিংহ  সকাল ০৮:৫৫
পিয়ারপুর সকাল ০৯:৩৫
নরুন্দী সকাল ০৯:৫০
নান্দিনা সকাল ১০:০৫
জামালপুর সকাল ১০:২২

জামালপুর থেকে ময়মনসিংহ আসার সময়সূচি –

স্টেশন সময়
জামালপুর দুপুর ০২:০২
নান্দিনা দুপুর ০২:১৯
নরুন্দী দুপুর ০২:৩৩
পিয়ারপুর দুপুর ০২:৫২
ময়মনসিংহ দুপুর ০৩:৩০

ময়মনসিংহ টু জামালপুর মেইল/এক্সপ্রেস/লোকাল ট্রেনের সময়সূচি

জামালপুর থেকে ময়মনসিংহ আসার সময়সূচি –

ট্রেনের নাম হইতে গন্তব্য
ভাওয়াল এক্সপ্রেস জামালপুর (রাত ০২:১০) ময়মনসিংহ (ভোর ০৩:৪০)
ময়মনসিংহ এক্সপ্রেস জামালপুর (ভোর ০৫:০৩) ময়মনসিংহ ( ভোর ০৬:৫০)
ধলেশ্বরী এক্সপ্রেস জামালপুর (রাত ০৯:১০) ময়মনসিংহ ( রাত ১১:১৫)
দেওয়ানগঞ্জ লোকাল জামালপুর (সকাল ০৯:২০) ময়মনসিংহ ( সকাল ১১:১৫)
বিবিই লোকাল জামালপুর ( দুপুর ১২:৪০) ময়মনসিংহ (দুপুর ০৩:১০)
উক্ত ট্রেনগুলো সপ্তাহের সবদিনেই চলে

ময়মনসিংহ  থেকে জামালপুর যাবার সময়সূচি –

ট্রেনের নাম হইতে গন্তব্য
ভাওয়াল এক্সপ্রেস ময়মনসিংহ (রাত ১১:৫০) জামালপুর ( রাত ০১:৩০)
ময়মনসিংহ এক্সপ্রেস ময়মনসিংহ ( ভোর ০৪:০৩) জামালপুর (ভোর ০৫:৫০)
ধলেশ্বরী এক্সপ্রেস ময়মনসিংহ (দুপুর ০২:৩০) জামালপুর (দুপুর ০৩:৫৫)
দেওয়ানগঞ্জ লোকাল ময়মনসিংহ (দুপুর ০৩:৪০) জামালপুর (সন্ধ্যা ০৬:০৫)
বিবিই লোকাল ময়মনসিংহ (রাত ০৮:৫০) জামালপুর (রাত ১১:২০)

সময়সূচি ও যাত্রাবিরতি সম্পর্কে :

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। ভাড়াঃ প্রান্তিক স্টেশন থেকে ভাড়া ধরা হল এবং সর্বনিম্ন শোভন এবং এস-চেয়ার ধরা হল। সর্বনিম্ন ভাড়া শোভন ৪৫ এবং এস-চেয়ার ৫০ এক স্টেশন থেকে আরেক স্টেশন পর্যন্ত। কোনো ধরনের সংযোজন বা সংশোধন করার থাকলে কমেন্টর মাধ্যমে জানিয়ে দিন আমরা যাচাই করে সেটির সংযোজন/সংশোধন করে দিবো।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *