“ঘড়ি” প্রতীকে প্রচারণায় নেমেছেন এম আহম্মদ তালুকদার ও উদ্যোক্তারা

আজ ৬ মার্চ (বুধবার) ময়মনসিংহের টাউন হল থেকে উদ্যোক্তা প্রতিনিধি জনাব এম আহম্মদ তালুকদার এর নেতৃত্বে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

৯ মার্চ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জনাব ইকরামুল হক টিটুর সমর্থনে এবং “ঘড়ি” প্রতীকে ভোট চেয়ে ময়মনসিংহের উদ্যোক্তাদের নিয়ে টাউন হল প্রাঙ্গণ থেকে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী প্রচারণা র‍্যালী উদ্যোক্তা প্রতিনিধি জনাব এম আহম্মদ তালুকদার এর নেতৃত্বে প্রায় শতাধিক উদ্যোক্তাদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিভ্রমণ করেন। দুপুরে র‍্যালীর সাথে যুক্ত হয়েছিল ময়মনসিংহ মহিলা চেম্বার অব কমার্সের এর মাননীয় সভাপতি জানাবা লুসি আকতারি মহল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাবা আইনুন্নাহার।

এসময় প্রায় ৫০ টি রিক্সায় করে নগরীর টাউন হল থেকে শুরু করে গাংগিনার পাড় হয়ে চরপাড়া সহ বিভিন্ন এলাকায় রিক্সাযোগে প্রদক্ষিণ করে। সকলের হাতে হাতে ঘড়ি প্রতীকের বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে এবং ইকরামুল হক টিটু “ঘড়ি” প্রতীকে ভোট চেয়ে গেছেন উদ্যোক্তারা।

এম আহম্মদ তালুকদার সহ উদ্যোক্তারা
প্রচারণার সময় উদ্যোক্তাদের এক ফ্রেমবন্দী 

উক্ত নির্বাচনী প্রচারণা র‍্যালীর যাত্রাশুরুতে ময়মনসিংহ মহিলা চেম্বার অব কমার্সের এর মাননীয় সভাপতি জানাবা লুসি আকতারি মহল বলেন, নগরবাসীর সেবারমান নিশ্চিতে পরামর্শকের মতামতের ভিত্তিতে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজ করেছেন, মেয়র টিটু এবং নগরীর যানজট নিরসনে রাস্তাগুলো প্রসস্ত করা, গুরুত্বপূর্ন পয়েন্টের মোড়গুলো প্রসস্ত করা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে একটি টেকসই ব্যবস্থা গ্রহণ করা, স্বাস্থ্যসেবা সুনিশ্চিতের জন্য ব্যবস্থা করা, নলকূপ স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা সহ শিশু বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা এবং বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, কবর স্থান ও শ্মশাণ ঘাটের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সবশেষে তিনি সকলের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।

আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছি । নির্বাচনে সিটি কর্পোরেশন মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়া হলেও সাবেক মেয়র ইকরামুল হক টিটু সহ আওয়ামী লীগের তিন নেতাসহ মোট পাঁচ প্রার্থী মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন।

আরও পড়ুন >> রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

ঘড়ি প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন সদ্য সাবেক মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এছাড়াও মেয়র প্রার্থী হিসেবে যারা রয়েছেন তারা হলো ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি প্রতীকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কী টজু, হরিণ প্রতীকে কৃষিবিদ রেজাউল ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *