মসিক মেয়র পদে কে কোন প্রতীক পেল? জেনে নিন

আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হচ্ছে আজ। ইতিমধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র পদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু “টেবিল ঘড়ি”  প্রতীক নিয়ে লড়বে মেয়র পদে। অপরদিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ঘোড়া প্রতীকে নির্বাচন করবে।

শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু নির্বাচন করবে “হাতি” প্রতীকে।

এছাড়াও মেয়র পদে আরও দুজন প্রার্থী রয়েছে জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম (স্বপন মন্ডল) দলীয় প্রতীক “লাঙ্গল” নিয়ে নির্বাচন করবেন এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সহ সকল কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলের কে কোন প্রতীল পেল তার আপডেট যথাসময়ে জানানো হবে। আমাদের ওয়েবসাইট এ চোখ রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন সর্বশেষ সংবাদের জন্য।

আরও পড়ুন >> বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন ফরহাদ আলম

সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এরমধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২৮টি কেন্দ্রে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *