চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ লেন অবশেষে খুলে দেয়া হলো

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া আসার প্রক্রিয়া আরও সহজ হয়ে গেলো বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন খুলে দেওয়ার।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

আজ সকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন টি। ময়মনসিংহমুখী ফ্লাইওভারের একটি লেন যোগাযোগমন্ত্রীর মৌখিক নির্দেশে আজ সকালে খুলে দেওয়া হয়। এর সাথে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকামুখী লেনটিও আজকে অনানুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে।

বিআরটি প্রকল্পের ময়মনসিংহমুখী লেনটি খুলে দেওয়া হয়েছে যেই ফ্লাইওভারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা এলাকায়।

এখন খুব সহজেই ময়মনসিংহ থেকে ঢাকা যেতে পারবেন এবং ঢাকা থেকে ময়মনসিংহ আসতে পারবেন। ময়মনসিংহ ঢাকা চার লেনের গাজীপুর চৌরাস্তা এলাকায় জ্যামের কারনে প্রচুর সময় খরচ হতো। আজকে ফ্লাইওভারটি খুলে দেওয়ার কারনে সেই জ্যামের মুখোমুখি হতে হবে না ঢাকা ও ময়মনসিংহের যাত্রীদের। যাত্রীরা এখন মাত্র কয়েক মিনিটেই গাজীপুর চৌরাস্তা পার হতে পারবে যেখানে এখানে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত।

এছাড়াও ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দেবপুরগামী যানবাহন চন্দনা চৌরাস্তার যানজট এড়িয়ে জয়দেবপুরের দিকে যেতে পারবে এবং জয়দেবপুর থেকে ঢাকার দিকেও চলাচলে এটি ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন >> নবজাতক শিশুকে কুড়িয়ে কোলে তুলে নিলেন নান্দাইল থানা ওসি

এই ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন দীর্ঘদিন ধরে ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ ছিল যা ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেন । এজন্য যানবাহনকে ঘুরে যেতে হত ঢাকা যাওয়ার জন্যে। যাত্রীদের দূর্ভোগ লাঘব এবং যাতায়াত সহজ করার জন্যে খুলে দেওয়া হয়েছে ফ্লাইওভারটি ।

শেয়ার করুন :
জাতীয় সঞ্চয় অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *